Saturday, August 6, 2011

আমার নামহীন নতুন বই

বাপিবাবু আমার আরেকটা কাহিনী প্রায় শেষ করে ফেলেছেন। ২০১১-তেই নাকি বেরোবে - বইমেলার আগে। কিন্তু কাহিনীর নাম কি দেবেন এখনো স্থির করে উঠতে পারেন নি। আমি বললাম, "তাড়াতাড়ি একটা নাম ঠিক করুন, পাঠকদের জানাতে হবে তো।" উত্তরে বললেন, "দাঁড়ান, লোকে বই কেনে বইয়ের নাম দেখে - অত তাড়াহুড়ো করলে চলে না।"
আচ্ছা বলুনতো, বইয়ের নাম না দিলে পাবলিসিটি হবে কি করে?
প্রমথবাবুকে কথাটা জানাতে বললেন, "আগে ও পাবলিশার পাক, তার পরেতো নামের প্রশ্ন।"
সেটা শুনে বাপিবাবু খুব চটে গেলেন। বললেন, "দরকার হয় ঘটিবাটি বেচে বই ছাপবো। আর কলেজ স্ট্রিটের দাশগুপ্ত এণ্ড কোম্পানিতেই বইটা পাওয়া যাবে। ব্লগে লিখে দিন, আর প্রমথকেও জানিয়ে দেবেন।"
কি ফ্যাসাদ বলুনতো। যাইহোক বইটা প্রেসে গেলেই নামটা জানিয়ে দেবো। কিনবেন কিন্তু।