বাপিবাবু জানালেন 'ম্যানহাটানের ম্যাডম্যান' নাকি এখন ছাপাখানায়। এই বইমেলায় পাওয়া যাবে, কিন্তু কোথায় পাওয়া যাবে - এখনো জানেন না। খোঁজ নিয়ে শিগগিরি আমাকে জানাবেন। একটাই বাজে খবর - বাপিবাবুর অনেক কষ্টে করা কভার নাকি ছাপাখানার মালিক ছাপতে রাজি হন নি। বাপিবাবু তাতে খুব বিমর্ষ। প্রমথবাবুর মতে ওটা নাকি পাতে দেবার যোগ্য ছিল না। বইয়ের নামটাও পাল্টানো উচিত ছিল, কেন প্রকাশক সেটা নিয়ে আপত্তি তোলেন নি প্রমথবাবু ভেবে পাচ্ছেন না।
যাইহোক এ মাসেই বইটা বেরোচ্ছে শুনে আমার ভালোই লাগছে। শুধু বইয়ের সামনে জ্যাকেটের পেছনে বাপিবাবু যা লিখেছেন, তাতে আমি একটু অবাক হয়েছি। খরচের ভয়ে পরিবারের হুকুম অমান্য করে আমি নাকি নীলা পরি নি। এটা পরিবারের চোখে পড়লে উনি কি ভাববেন বলুন তো! আমি বাপিবাবুকে অনুরোধ করলাম - প্লিজ স্যার, ওই লাইনটা বাদ দিন। উনি বললেন কভার ছাপা হয়ে দেছে, এখন বদলাতে গেলে অনেক টাকার ধাক্কা। প্রমথবাবু সেটা শুনে আমাকে বললেন, এটা আবার সমস্যা কি - দিয়ে দিন টাকাটা, টাকা বড় না গিন্নীর কাছে আপনার সম্মান বড়।
প্রমথবাবু না - সত্যি!
সংযোজনঃ এক্ষুণি একটা সুখবর শুনলাম। কলকাতার ২০১২-র বইমেলায় কলেজ স্ট্রীটের দাশগুপ্ত এণ্ড কোং নাকি বেঙ্গল পাবলিশার্সের স্টলে (স্টল নম্বর ১৪৭) আমার সব বই রাখবে। দিল্লীর ওয়ার্ল্ড বুক ফেয়ারেও আমার বই নাকি থাকবে! খবরটা শুনে বাপিবাবু হার্টফেল না করেন!
Friday, December 2, 2011
Subscribe to:
Posts (Atom)