বহুদিন ব্লগ-এ কিছু লিখিনি। কারণটা হল নানান কেস নিয়ে ব্যস্ত ছিলাম, যখন খেয়াল হল তখন দেখলাম ব্লগের পাসওয়ার্ড ভুলে গেছি! নানান ভাবে চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিলাম। এদিকে এতো কিছু ঘটে গেছে! একবার তো বাপি বাবু দেশেই ফিরে যাবেন ভাবছিলেন। প্রমথ বাবুর সঙ্গে ফ্র্যান্সিস্কা ম্যডামের ছাড়াছাড়ি হল আবার ভাব হল। বাপি বাবুর বেভ ম্যাডামের সঙ্গে একটু প্রেম প্রেম হচ্ছিল, কেন জানি না, বোধহয় মায়ের জন্য এখন পিছিয়ে পড়েছেন।
প্রেমের ব্যাপারে সুবিধা না হলেও বাপি বাবুর লেখার ব্যাপারে একটু একটু খ্যাতি হয়েছে। আমার গোয়েন্দা কাহিনিগুলো নাকি ভালোই বিক্রি হচ্ছে। 'দ্য কাফে টেবল' নামে একটা পাবলিকেশন কোম্পানি তো 'একেনবাবু সমগ্র' নাম দিয়ে চার চারটে খণ্ড প্রকাশ করে ফেলেছে! এমন কি গুগল প্লে বুকসে সেগুলো ইবুক হিসেবে বিক্রিও করছে। আরেকটা বড় খবর হচ্ছে আমাকে নিয়ে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে। তার তিনটে সিজন পর্যন্ত হয়ে গেছে। আমি অবশ্য তাতে পার্ট পাইনি। কি দুঃখের কথা বলুন তো!
আমি গল্পের গোয়েন্দা। কলকাতা পুলিশে চাকরি করতাম। এখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ক্রিমিনলজি নিয়ে রিসার্চ করছি। থাকি বাপিবাবু আর প্রমথবাবুর সাঙ্গে। ম্যানহ্যাটানের মুনস্টোন মিস্ট্রির রহস্যভেদ করতে সাহায্য করেছিলাম - সেই থেকে নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন স্টুয়ার্টসাহেব আমাকে পছন্দ করেন। রিসার্চেই আমার বেশির ভাগ সময় চলে যায় - তবে কেউ কেস নিয়ে এলে তাদের ফিরিয়ে দিতে পারি না। বাপিবাবু আমার এই কেসগুলো নিয়ে পত্র-পত্রিকায় লেখেন শুনেছি। কয়েকটা বইও নাকি ছাপিয়েছেন। প্রমথবাবুর ধারনা সেগুলোর একটা কপিও বিক্রি হয় নি। কথাটা সত্যি কিনা জানি না| তবে বাপিবাবুর এত পরিশ্রম নষ্ট হাচ্ছে ভাবতে খারাপ লাগে। এ নিয়ে বাপিবাবু অবশ্য কোনো আলোচনা করতে চান না।
আমার বইগুলোর কয়েকটা পাওয়া যাবে অ্যামাজন-ইন্ডিয়াতে।