
একসঙ্গে না যেতে পারলে আনন্দটা কোথায়! প্রমথবাবুকে সেটা বলতেই বললেন, আমাদের সংগ এত ভালো লাগলে আমাদের হোটেলের ভাড়া দিয়ে দিন, আসবো।
আচ্ছা, এটা কোন কাজের কথা হল?
পরে ভাগ্যচক্রে সেই গ্রিনিচেই যাওয়া হল, আর একটা দারুন মার্ডার কেস হাতে এল। বাপিবাবু সেই গল্প ছাপালেন। শুধু তাই নয় - কলকাতার বিখ্যাত পাবলিশার্স এ.মুখার্জি কোম্পানীর রঞ্জন সেনগুপ্ত গ্যাসলাইট মিস্ট্রি সিরিজ নাম দিয়ে একটা পকেটবুক সিরিজ শুরু করেছেন, সেখানে নাকি আমার নামে একটা বইও ছাপান হায়েছে| তাতে এই গল্পটা আছে|
No comments:
Post a Comment