Tuesday, September 13, 2011

ম্যানহাটানের ম্যাডম্যান

বাপিবাবু আমার নতুন কাহিনীর নাম ঠিক করে ফেলেছেন 'ম্যানহাটানের ম্যাডম্যান'। তারওপর বই ছাপানোর পাবলিশারও পেয়ে গেছেন। ২০১১-র শেষে বইমেলার আগেই আগেই বইটা বেরোবে - এরমধ্যে যদি প্রকাশক বেঁকে না বসেন।
প্রমথবাবু অবশ্য এই নাম নিয়ে বেশ খোঁটা দিলেন বাপিবাবুকে। "তুই সত্যজিত রায়ের অনুকরণ করছিস, কিন্তু তার নোখেরও যোগ্য নোস। 'কৈলাসে কেলেঙ্কারি'র মধ্যে একটা ছন্দ আছে - যেটা তোর এই নামে নেই। নামটা বরং পালটে দিয়ে লেখ 'কালীঘাটে ঘটকালি'।
বাপিবাবু চটে বললেন, "নামের সঙ্গে গল্পটারতো এক যোগ থাকতে হবে!"
"বিগ ডিল। গল্পের গরু গাছে ওঠে। ম্যানহাটানের বদলে জায়গাটা করে দে কালীঘাট। আর তোর গল্পেতো সবসময়েই নিজের একটা ব্যর্থ প্রেমগাথা ঢুকিয়ে দিস। ছাড়াছাড়ি হবার আগে একেনবাবুকে দিয়ে ঘটাকালিটা করিয়ে দে।"
কথাটা শুনে বাপিবাবু এতো রেগে গেলেন, একটা কথা না বলে ইউনিভার্সিটি চলে গেলেন। যাবার আগে শুধু আমায় বলে গেলেন, "আমি আপনাকে বিখ্যাত কোরবই - ইন স্পাইট অফ প্রমথ।"

4 comments:

Rono Basu said...

Where can I find this book? If Boimela, where?

Anonymous said...

I checked with DASGUPTA & CO. I was told that it will be available in UBS PD stall in 2012 Kolkata Boimela and in 2012 World Book Fair in Delhi.

Anonymous said...

Couldn't get it in UBS stall, but found it in Bengal Publshers. Just read it. Fantastic!!! Long live Ekenbabu....

Dipankar said...

দারুণ বই। আরও লিখুন।