বাপিবাবু এবারে খেপে গেছেন। আমার রহস্যভেদ নিয়ে পুরো একটা উপন্যাস লিখে ফেললেন! আমি বারবার বললাম, স্যার এতো সময় কেন নষ্ট করছেন, কে ছাপবে, আর ছাপলেও পড়বেই বা কে? উনি কি উত্তর দিলেন জানেন? বললেন, একেনবাবু, আমি লিখি নিজের তাগিদে, আপনার কীর্তি অক্ষয় করে রাখতে।
মিথ্যে কথা বোলব না স্যার, কথাটা শুনতে খুবই ভাল লেগেছিল। প্রমথবাবুকে বললাম, দেখুন স্যার, বাপিবাবু আমাকে কিরকম ভালবাসেন।
উনি বললেন, ভালবাসা না ছাই। ওর লেখক হবার ইচ্ছে আছে, কিন্তু কল্পনা করার ক্ষমতা নেই - তাই আপনাকে ধরেছে। আপনার দুর্ভাগ্য বাপি আপনার লিপিকার। যদি বা কেউ ভুল করে পড়ে - ছ্যা ছ্যা করবে।
কদিন আগে বাপিবাবু এসে সুখবর দিলেন, শান্তিনিকতনে অশান্তি নাকি ছাপাখানায় চলে গেছে - ২০১০-এই বেরবে। বাপিবাবু নিজে দশটা কপি কিনছেন। এখন প্রমথবাবুকে ধরেছেন একটা কপি কেনার জন্যে।
Tuesday, August 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
কবে বেরোচ্ছে? কোথায় মিলবে?
aamaaraO ekaI prashn, kabe kothaaY
Post a Comment