Monday, August 2, 2010

ম্যানহ্যাটানে মুনস্টোন

আমার প্রথম যে গল্প বাপিবাবু আনন্দমেলায় (১৯৯১ সালে) ছাপেন, সেটা হল 'ম্যানহ্যাটানে মুনস্টোন'। নিউ ইয়র্কে এক বন্ধুর সুত্রে আমি প্রথমে বাপিবাবুর বাড়িতে উঠেছিলাম। আমেরিকার আদবকায়দা তখন কিছুই জানতাম না (এখনো তেমন জানি না)। আমার ধারনা বাপিবাবু আর ওঁর রুমমেট প্রমথবাবু - দুজনেই আমার ব্যবহারে বিরক্ত হতেন। আমি নাকি বেশি 'স্যার স্যার'
বলি, বাজে বকবক করি, বোকার মত প্রশ্ন করি - বাপিবাবু, বিশেষ করে প্রমথবাবু এ নিয়ে আমাকে অনেক বকাবকি করেছেন। কিন্তু এতদিনের হ্যাবিট কি একদিনে পাল্টানো যায়? আমি যে গোয়েন্দা ওঁরা জানতেন না, তাই যখন মুনস্টোন নিয়ে একটা মার্ডারের রহস্য আমি সমাধান করলাম - তখন ওঁরা সত্যিই অবাক হয়েছিলেন। ম্যানহ্যাটানে মুনস্টোনের পরে যে কান্ডটার সাঙ্গে আমি জড়িয়ে পড়লাম, সেটাকে 'ম্যানহ্যাটানে ম্যানহান্ট' বলে বাপিবাবু আনন্দমেলায় ছাপালেন। পরে সুপ্রীম পাবলিশার্স সে দুটো গল্প একত্র করে বই হিসেবে বার করে। কিছুদিন এই ভাবে চলল। মুশকিল হল এরপর যে-সব কেস হাতে আসতে লাগলো, সেগুলো কিশোর-কিশোরীদের পড়ার উপযুক্ত নয়। বাপিবাবু পড়লেন মুশকিলে। বহুদিন বাদে যখন 'সুখি গৃহকোণ' যখন রহস্যকাহিনী ছাপা শুরু করল, তখন বাপিবাবু ওঁর লেখা ছাপার একটা জায়গা পেলেন। বাপিবাবু বললেন, এখন থেকে আপনি নতুন একেন - আপনার কীর্তিকলাপ সব বড়দের জন্যে ছাপা হবে।

1 comment:

debanuj said...

chhotoder jagat e ki ar firben na eken babu?